দেশের ১৩ জেলায় ৫৭ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৬, ময়মনসিংহে ৯ , চট্টগ্রামে ৬, নাটোরে ৮, সিলেটে ৬, মৌলভীবাজারে ৩, বগুড়ায় ১, ঝালকাঠিতে ১, মানিকগঞ্জে ৩, সাভারে ৩, সুনামগঞ্জে ২ জন, দিনাজপুরে ১ ও পঞ্চগড়ে ১ জনসহ দেশের ১৩ জেলায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে ২৪ ঘন্টায় নতুন করে আরো নয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২৭ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিন জন। নতুন নয় জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ স্বাস্থ্যকর্মী ছাড়াও ঈশ্বরগঞ্জের দু’জন এবং মুক্তাগাছা ও ফুলপুরের এক জন করে রয়েছেন।
চট্টগ্রামে আক্রান্ত আরো ছয় রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে দু’জন দ্বিতীয় বারের মতো আক্রান্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
নাটোর এতোদিন করোনামুক্ত থাকলেও, এক সাথে আট জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে এক, গুরুদাসপুরে দুই এবং সিংড়া পৌর এলাকায় পাঁচ জন। সিংড়ার আক্রান্তদের মধ্যে হাসপাতালের নার্স, স্টাফ ও টেকনিশিয়ান রয়েছেন।
সিলেট বিভাগে নতুন করে আরও ছ’জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৭ জন।
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তান মিলে একই পরিবারের তিন জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বগুড়ায় নতুন করে ওষুধ কোম্পানির এক কর্মী আক্রান্ত হয়েছে। তার বাড়ি শহরের ফুলতলা এলাকায়। গত ১০ এপ্রিল তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন।
কুমিল্লায় নতুন করে ১৬ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে লাকসামে ছয়, দেবীদ্ধারে ছয়, মনোহরগঞ্জে দুই, বরুড়ায় এক ও তিতাসে এক জন। এ নিয়ে জেলায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ঝালকাঠির নলছিটিতে এক চিকিৎসকের পর এবার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আট জন আক্রান্ত হলো।
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় এক স্বাস্থ্যকর্মীসহ আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। একজন ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান। তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
সাভারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও তিন জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুরে নতুন করে আরও এক জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬ জন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আট জনে।
সুনামগঞ্জে নতুন করে দুই জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৮ জন আক্রান্ত হলো।