বাতিল হয়েছে আর্জেন্টিনার সব ফুটবল লিগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে এবার বাতিল হয়েছে আর্জেন্টিনার সব ফুটবল লিগ, তবে, অবনমন হচ্ছে না কোন দলের। জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।
করোনাভাইরাসের কারণে স্থগিত বিশ্বের সব ক্রীড়া আসর। ধারাবাহিকতায় বন্ধ রয়েছে আর্জেন্টিনার সব লিগ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলে, দেশটির লকডাউন পরিস্থিতি আরও বাড়ানোর ফলে এমন কঠিন সিদ্ধান্তে আসতে হয়েছে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনকে। দেশের সব ফুটবল প্রতিযোগিতা বাতিল করেছে তারা। তবে দুই মৌসুম কোনো দলের অবনমন হবে না বলেও জানিয়েছে কর্তপক্ষ। এক টিভি সাক্ষাৎকারে ক্লাউদিও তাপিয়া জানানা, এবারের মৌসুম পূনরায় শুরুর পরিকল্পনা ছিলো তবে, পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটা কঠিন। তাই এবারের সব আসর বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে।