আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাথাপিছু পঞ্চাশ হাজার টাকা অনুদান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নাটোরে ২৩ জন আত্মসমর্পণকারী চরমপন্থীদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
সকাল ১১টার দিকে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুণর্বাসনের জন্য আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানান বক্তরা ।গত বছরে পাবনার আমিনুদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছ অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন।