দেশে করোনায় নতুন করে ৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত ১০ বছরের নিচে এক শিশুসহ নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫২। আর গেল ২৪ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯৭ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা: নাসিমা সুলতানা বলেন, খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা শুরু হবে।
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি, আক্রান্ত ও মৃতের সবশেষ তথ্য জানাতেই নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিংয়ের আয়োজন স্বাস্থ্য অধিদপ্তরের।
এসময় ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ও মৃতের বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: নাসিমা সুলতানা।
নতুন মৃত্যুবরণকারীদের মধ্যে ১০বছরের নিচে একটি শিশু রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া, কুমিল্লা মেডিকেল কলেজে মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষা করা হবে জানিয়ে ডা: নাসিমা সুলতানা বলেন, খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যলয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা শুরু হবে।
ধূমপান করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে ধূমপায়ীদের এটি ত্যাগ করার পাশাপাশি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ডা. নাসিমা সুলতানা।