করোনার উপসর্গ নিয়ে শিপন নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
 - / ১৬৩৯ বার পড়া হয়েছে
 
ঝিনাইদহ সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে শিপন নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব কুমার জানান, কিশোরটির শ্বাসকষ্ট ও সর্দিজ্বর ছিল। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠানো হয়েছে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিপন মিয়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। তার মরদেহ ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জানাজা শেষে গোলকনগর গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন করা হয়েছে।
																			
																		














