১১ জেলায় ৬৮ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় ময়মনসিংহে আরো ১৭ জন, চট্টগ্রামে ১০, কুড়িগ্রামে ৩, সাতক্ষীরায় ১, মৌলভীবাজারে ৬, কক্সবাজারে ১, কুষ্টিয়া ৬, যশোরে ৪জন, মুন্সীগঞ্জে ১৬, নড়াইলে ৩ জন ও টাঙ্গাইল ১ জনসহ ১১ জেলায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১০৮ জনের করোনা শনাক্ত হলো। নতুন ১৭ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ চিকিৎসক, ৫ জন স্টাফ এবং সদরের ৩ জন রয়েছে। রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর এক পরিবারের ৬ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১০ রোগী শনাক্ত হয়েছে। রোববার ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের ৬ জনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়, ১ জন দামপাড়া ও ৩ জন লক্ষীপুরের বাসিন্দা। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ জন ছাড়ালো। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নে ঢাকার কেরানীগঞ্জ থেকে ফেরত বাবা ও মেয়েসহ একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কুড়িগ্রাম জেলায় নয়জন করোনা রোগী সনাক্ত হলো।
সাতক্ষীরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোশিয়ানের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।
কক্সবাজারে এক ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। জেলায় এনিয়ে চিকিৎসকসহ মোট ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। রোববার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭১ জনের স্যাম্পল টেস্ট করে ১ জনের করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে।
কুষ্টিয়ায় এক চিকিৎসকসহ আরও চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯ জনের নমুনা সংগ্রহ করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগে কুষ্টিয়া শহরে এক ব্যাংকার, খোকসায় এক পুলিশ কনষ্টেবল, ভেড়ামারায় এক চিকিৎসকসহ ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
মৌলভীবাজারে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুলাউড়ায় ৪ জন, বড়লেখা ও শ্রীমঙ্গলে একজন করে করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১২ জনের করোনা সংক্রমণ ধরা পড়লো।
যশোরে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের জেনোম সেন্টারে মোট ১১টি নমুনার পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। এর মধ্যে যশোরের ৪টি। এ নিয়ে জেলায় মোট ৩৪ জনের শরীরে করোনা পজেটিভ হলো।
মুন্সীগঞ্জে নতুন করে চার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো ১৬ জন। এ পর্যন্ত ৬ উপজেলা থেকে ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফল পাওয়া গেছে ৪৮২টি নমুনার। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।
নড়াইলে নতুন করে আরো তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ চিকিৎসকসহ ১৩ জন।
এদিকে, টাঙ্গাইলের সখীপুরে আরো একজন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯ জন আক্রান্ত হলো।