করোনা উপসর্গে দেশের ৪ জেলায় এক শিশুসহ চার জনের মৃত্যু

- আপডেট সময় : ০৮:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
খুলনা, ভোলা, সাতক্ষীরা ও মৌলভীবাজারে করোনা উপসর্গে এক শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় শিশুটির মৃত্যু হয় বলে জানান খুমেকের করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস। করোনা উপসর্গ থাকায় শুক্রবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধের ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ করেই শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। দু’দিন আগে তার নমুনা পাঠানো হলেও এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে হারুন-অর রশীদ সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার ৬টি বাড়ী ও রওজা শরীফ লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
মৌলভীবাজারে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সকালে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল থেকে এলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।