রাজশাহীতে ট্রেনের তেল চুরির মামলায় ইঞ্জিনিয়ার কারাগারে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৮২৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে ট্রেনের তেল চুরির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সিনিয়র সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আবু হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক মাহবুবুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার রাতে আবুল হাসানকে রাজশাহী রেলস্টেশন থেকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী-আরএনবি। বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ওয়াগন থেকে লরি ভিড়িয়ে তেল চুরির সময় হাতে চারজনকে আটক করে রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এঘটনার আরএনবি’র উপ-পরিদর্শক আসাদুল হক বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় আসামী সাতজন। ওয়াগন থেকে পাঁচ হাজার লিটার তেল চুরির অভিযোগ আনা হয়েছে। তবে দায়িত্বে এ ঘটনায় জড়িত অভিযোগে ওইদিন প্রকৌশলী আবুল হাসানকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।