জুম্মার নামাজ পড়তে না পেরে কেউ রাস্তায়, আবার কেউ ফুটপাতে নামাজ আদায়

- আপডেট সময় : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় মসজিদে ৫ জনের বেশি নামাজ আদায়ে নিষেধাজ্ঞা থাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজ পড়তে না পেরে কেউ রাস্তায়, আবার কেউ ফুটপাতে নামাজ আদায় করেন। করোনার কারণে সৃষ্ট এমন পরিস্থিতি থেকে উত্তরণে আল্লাহর কাছে নাজাত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চিত্র এটি। নগরীর বিভিন্ন এলাকা থেকে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে ওয়াক্তের নামাজে ৫ জন আর জুমার নামাজে ১০জন মুসল্লির অংশ নেয়ার নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়।
এরপর থেকে সমজিদগুলোতে মুসল্লি শূণ্যতা দেখা দেয়। তবে রমজানের প্রাক্কালে শুক্রবার জুমার নামাজ আদায় করতে অনেকেই আসেন বায়তুল মুকাররমে। কিন্তু ঢুকতে না পেরে গেইটের বাইরে নামাজ আদায় করে অনেকে। এমন পরিস্থিতিতে কান্নায় ভেঙ্গে পড়েন কেউ কেউ। বিধি নিষেধের কারণে নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করেন মুসল্লিরা।
করোনার কারণে পবিত্র রমজানে ব্যাপকভাবে মসজিদে তারাবি আদায় না করার নির্দেশনায় ভারাক্রান্ত হন ধর্মপ্রান মুসলমানরা।
রমজানের বরকতের গুণে এই ভাইরাস থেকে বাংলাদেশ ও বিশ্ববাসির মক্তির প্রত্যাশা করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।