চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে ১৮ হাজার কন্টেইনার অফডকে স্থানান্তরের সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৫:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের ভয়াবহ কন্টেইনার জট নিরসনে ১৮ হাজার কন্টেইনারকে অফডকে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে বন্দর ভবনে করোনা পরিস্থিতিতে উদ্ভূত জট নিরসনে করনীয় ঠিক করতে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জরুরী বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। এসময় মন্ত্রী বলেন, ৫০ হাজার টিউস কন্টেইনার ধারণ ক্ষমতার অনেক বেশি কন্টেইনার রয়েছে ইয়ার্ডগুলোতে। ফলে বন্দরের ভেতরে জায়গা না থাকায় বহির্নোঙ্গরের জাহাজগুলোকে বার্থিংয়ের সুযোগ দেয়া সম্ভব হচ্ছে না। এতে ৪১টি কন্টেইনারবাহী জাহাজসহ ১২৭টি জাহাজের জট সৃষ্টি হয়েছে বহির্নোঙ্গরে। এ অবস্থায় অফডকগুলোকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় নৌ-পরিবহণ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।