চুয়াডাঙ্গা, বরগুনা, চাঁদপুর ও মেহেরপুরে করোনা উপসর্গে এক নারীসহ চার জনের মৃত্যু

- আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা, বরগুনা, চাঁদপুর ও মেহেরপুরে করোনা উপসর্গে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন এক সপ্তাহ আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যান। সেখানে থেকে ফিরে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
বরগুনায় জ্বর, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে নাট্য শিল্পী আল মামুন উজ্জ্বলের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বরগুনা সদরের ঢলুয়া গ্রামে নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা: হুমায়ুন শাহীন খান জানান, উজ্জ্বল বেশ কিছুদিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। স্বাস্থ্য কর্মীরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে।
জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জনের মৃত্য হয়েছে। এদের মধ্যে একজন কিশোরী দুপুর সাড়ে ১২টায় অপর বৃদ্ধা ভোর রাতে মারা যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার জ্বর, মাথাব্যাথা ও শ্বাষকষ্ট নিয়ে তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।