পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন- পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সা’দত হুসাইনের ছেলে শাহজেব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটার সাপোর্টে তাকে রাখা হয়েছিল। সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে জানান চিকিৎসকরা। সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন তিনি।