দেশে করোনায় মোট আক্রান্ত ৩ হাজার ৭৩২, নতুন শনাক্ত ৩৯০, মৃত্যু ১২০

- আপডেট সময় : ০৫:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনায় আরও ১০ জনের প্রাণহানীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২০ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছে ৩৯০ জন। এতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩ হাজার ৭৩২ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, নতুন করে এখন পর্যন্ত মোট আইসোলেশনে আছেন ৯০০ জন। আর হোম কোয়ারেন্টিনে এসেছেন ৩ হাজার ২৪০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ১ হাজার ৩২৭ জন।
রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে দেশের করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য তুলে ধরেন, অতিরিক্ত মহাপরিচালক।
এসময় তিনি জানান, দেশে ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৬ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৯০ জন। এ সময়ে মারা গেছেন আরও ১০ জন।
করোনার বিস্তাররোধে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।পিপিই ও মাস্কসহ সুরক্ষা উপকরণের মানের বিষয়টি তুলে ধরেন সিএমএসডির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।