২০১৯-২০ মৌসুমের কনফেডারেশন কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত

- আপডেট সময় : ০১:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে আগামী মাসে অনুষ্ঠেয় আফ্রিকান ক্লাব ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ ও কনফেডারেশন কাপ ফাইনাল স্থগিত করা হয়েছে। রোববার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল- সিএএফ।
সিএএফ জানায়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ২০১৯-২০ মৌসুমের কনফেডারেশন কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত করা হলো। ৫০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ক্যামেরুনের বন্দর নগরী- দুয়ালার জাপোমা স্টেডিয়ামে আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। আর কনফেডারেশন কাপের ফাইনাল আগামী ২৪ মে মরক্কোর রাজধানী রাবাতের দ্য প্রিন্স মউলা আবদিল্লাহ স্টেডিয়ামে হবার কথা ছিল। কিন্তু কোনোটাই আর হচ্ছে না। এই দুটি আসরের সেমিফাইনালও ইতোমধ্যে স্থগিত করেছে সিএএফ। কায়রোর দল আল আহলি ও জামালেক এবং ক্যাসাব্লাঙ্কার ক্লাব রাজা ও উইদাদ এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লেখায়। আর মরোক্কোর দল হাসানিয়া আগাদির ও রেনেসা বার্কেনে এবং গিনির ক্লাব হোরোয়া এবং মিশরীয় দল পিরামিডস কনফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছিল।