১০ টাকা কেজি দরের প্রায় ৫ হাজার কেজি চাল উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজার থেকে ১০ টাকা কেজি দরের প্রায় ৫ হাজার কেজি চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।
গুঠাইল বাজারে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এসব চাল উদ্ধার করে ইসলামপুর থানায় রাখা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার সুমন মিয়া এবং ওসি আব্দুল্লাহ আল মামুন। ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান জানান, এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। ক’দিন আগে অবৈধভাবে তারা এ চাউল কিনে গুদামে মজুদ করেন।