কুড়িগ্রামে ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে পরিতোষ কুমার সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গ্রেফতার পরিতোষ উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের সাতানী হাইল্লা গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানান, পরিতোষ লালমনিরহাট জেলার একটি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স পড়েন। সে ফেসবুকে ইসলাম নিয়ে কটুক্তি করায় এলাকার শত-শত মানুষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, আলোকিত বাজিতপুর নামে একটি ফেসবুক পেজে একটি পোস্টের নিচে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে পরিতোষ। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিলে কালিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
















