টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয়ার প্রস্তাব

- আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন, অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার সাইমন কাটিচ। ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে যাওয়া কাটিচ বলেছেন, যেভাবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে, সেভাবে আগামী বছর গ্রীষ্মের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে।
আইপিলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের প্রধান কোচ সাইমন কাটিচ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সবার কাছে অগ্রাধিকার পেলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াল থাবার পরিপ্রেক্ষিতে তা পেছানোর বিকল্প থাকবে না। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় আগামী গ্রীষ্মে যাতে এই প্রতিযোগিতা হয়, তা নিশ্চিত করা হোক। টি-টোয়োন্টি বিশ্বকাপ নিয়ে এখনও আইসিসির পক্ষ থেকে সূচি পরিবর্তনের কোনও সিদ্ধান্ত হয়নি। আয়োজক দেশ অস্ট্রেলিয়া জানিয়েছে, বিশ্বকাপ যথাসময়েই হবে। সেই হিসেবে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা।