টস প্রথা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভিভিএস লক্ষণ

- আপডেট সময় : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দিতাপূর্ণ করতে টস প্রথা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ। এতে সফরকারী দলগুলোর প্রতি ভারসাম্য রক্ষা হবে বলে মনে করেন তিনি।
টেস্ট ম্যাচ হয় মূলত সিরিজ ভিত্তিতে। স্বাগতিক দেশই ঠিক করে খেলা হবে কেমন উইকেটে। এজন্য সফরকারী দলগুলো শুরু থেকেই থাকে ব্যাকফুটে। উইকেটের আচরণের জন্য টস হয়ে পড়ে মহাগুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময়েই দেখা যায় ফল যাচ্ছে ঘরের দলগুলোর পক্ষে। পুরো ব্যাপারটায় ভারসাম্য চান লক্ষণ। তার মতে, উইকেট যেহেতু হোম টিম ঠিক করছে, তাহলে টস উঠিয়ে সফরকারী দলের অধিনায়কের উপর ছেড়ে দেওয়া হোক ব্যাটিং বা বোলিং নেওয়ার সিদ্ধান্ত।
টেস্টে ভারতের হয়ে নান্দনিক ব্যাটিংয়ের জন্য খ্যাতি পাওয়া লক্ষণ চার দিনের টেস্টের চিন্তাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। তার মতে,চার দিনের টেস্টে বেশিরভাগ সময়েই ফল আসবে না। টেস্ট পাঁচ দিনের হওয়াই বাঞ্ছনীয়। এতে বেশিরভাগ সময়েই ফল আসছে।