ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে খেটে খাওয়া মানুষ

- আপডেট সময় : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে খেটে খাওয়া মানুষ। পরে পুলিশের আশ্বাসে ফিরে গেলেও জরুরী খাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
সকালে নগরীর বিসিক রোডে জড়ো হয় নিম্ন আয়ের সাধারণ মানুষ। তারা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব, অন্যদিকে তারা কোন জায়গা থেকে এখনো কোন ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করছেন। এ অবস্থায় খাদ্য সহায়তার দাবিতে পথে নেমেছেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ত্রাণের আশ্বাস দিয়ে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা সমাধানে। ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, ওই এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৭শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। কিন্তু এই এলাকায় নিম্ন আয়ের সংখ্যা অনেক বেশি।