করোনা যুদ্ধ জয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের পেসার রুবেল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ নববর্ষের আনন্দ এবার ফিকে। করোনাভাইরাস কেড়ে নিয়েছে সব আনন্দ। তাই বিষন্ন ভরা পয়লা বৈশাখে করোনা যুদ্ধ জয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
নববর্ষ উপলক্ষে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে রুবেল লিখেছেন- ‘বিষণ্ন বৈশাখ। এই যুদ্ধ জয় করে নিশ্চয়ই পৌঁছাব ১৪২৭ -এ। সবাই মিলে একসঙ্গে মেতে উঠব আনন্দে, কোলাহলে। এ অন্ধকার কেটে যাবে আলোকিত হবে সারা পৃথিবী। সেদিনের অপেক্ষায় রইলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’