খাদ্যের দাবিতে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
খাদ্যের দাবিতে রংপুর নগরীতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েক হাজার বস্তিবাসী।
সকালে নগরীর লালবাগ রেলগেটে অবস্থান নিয়ে তারা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তারা বলেন, ২০ দিন ধরে কাজ কর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে তাদের অনাহারে মানবেতর দিন কাটাতে হচ্ছে। তারা জানান, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলার পরেও তাদের খাদ্য দেয়ার কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করতে হচ্ছে। এদিকে পুলিশ কয়েক দফা চেষ্টা করেও বিক্ষোভকারীদের সড়ক থেকে সরাতে পারেনি।