গেল ২৪ ঘন্টায় করোনায় নতুন সনাক্ত ২০৯, মারা গেছেন আরো ৭ জন

- আপডেট সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরো ৭ জন আর নতুন সনাক্ত হয়েছে ২০৯ জন। একদিনে মৃত ও শনাক্তের এই সংখ্যা দেশে সর্বোচ্চ। দুপুরে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নতুন শনাক্তের মধ্যদিয়ে দেশে করোনা রোগী হাজার ছাড়িয়ে হলো ১০১২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে।
দেশে করোনার সবশেষ পরিস্থিতি জানাতেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক তুলে ধরেন ২৪ ঘণ্টায় পরীক্ষা, শনাক্ত ও মৃতের তথ্যাদি।
করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান তিনি।
হোম কোয়ারেন্টাইনের নিয়ম সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
স্বাস্থ্যবিধি মেনে, সবাইকে ঘরে থেকে বাংলা নববর্ষ উদযাপনেরও আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।