অনলাইনে ই-বৈশাখ আয়োজন

- আপডেট সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনায় থমকে গেছে মানুষের জীবন। সবকিছুই স্থবির। কিন্তু প্রকৃতির নিয়মেই বছর ঘুরে হাজির হয়েছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। করোনা সতর্কতায় এবার নতুন বছরকে বরণ করতে কোনো আয়োজনই থাকছে না। তবে থেমে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। তারা অনলাইনে আয়োজন করেছে ই-বৈশাখের। এতে বৈশাখী অনুষ্ঠানের পাশাপাশি দিনভর থাকছে করোনা সতর্কতায় নানা ফ্যাশন শো। এ থেকে দরিদ্রদের জন্য অর্থও সংগ্রহ করছে তারা।
পুঞ্জিকার পাতা পাল্টে দুয়ার এসেছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। প্রকৃতিতেও যেন নতুন প্রাণের আবাহন। চৈত্রের খরতা মাড়িয়ে গাছে গাছে উঁকি দিচ্ছে কচি পাতা। আর বসন্তে ফোটা সোনালুকে যেন মুগ্ধ করেছে বৈশাখী হাওয়া।নববর্ষকে ঘিরে প্রকৃতিজুড়ে যখন এতোসব আয়োজন, তখন মানুষের মাঝে কেবলই হাহাকার আর আর্তনাদ। করোনায় বিপর্যস্ত জীবন। তাই পহেলা বৈশাখকে বরণে নেই কোনো আয়োজন।
নগরীতে পহেলা বৈশাখের সবচেয়ে বড় আয়োজন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। কিন্তু এখন কেবলই শুনশান নীরবতা।করোনা সতর্কতায় বন্ধ বিশ্ববিদ্যালয়। অদ্ভুত এক শুন্যতা যেন গ্রাস করেছে পুরো ক্যাম্পাসকেই। তাই নতুন বছরকে ঘিরে নেই কোনো উদ্দীপনা।
তবে করোনাতে ঘরিবন্দি থেকেও নতুন বছরকে স্বাগত জানাতে অনলাইনে নানা আয়োজন সাজিয়েছে চারুকলার একদল শিক্ষার্থী। রেডি চারু নামে একটি ইউটিউব চ্যানেলে দিনভর প্রচার করা হচ্ছে নাচ, গান, আবৃত্তি, নাটক ও করোনা সচেতনতায় ফ্যাশন শো।
পহেলা বৈশাখ উদযাপনের রেওয়াজে এই প্রথম বাংলা নববর্ষ শুরু হলো কোনো রকমের আতিথেয়তা ছাড়াই।