নিজ,পরিবার এবং দেশের কথা ভেবে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বন

- আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৭০৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে নিজের,পরিবার এবং সর্বোপরি দেশের কথা ভেবে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার আহ্বন জানিয়েছেন রেবের বিদায়ী মহাপরিচালক ও পুলিশের নতুন আইজি বেনজীর আহমেদ। তিনি ন্যূনতম প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেয়া ও অনর্থক ঘোরাঘুরি না করতে সবাইকে অনুরোধ জানান। জাতীয় সংকটে যারা ত্রান চুরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বেনজীর আহমেদ।
রেব মহাপরিচালক হিসেবে গণমাধ্যমকর্মীদের সাথে বেনজীর আহমেদের এই বিদায়ী অনলাইন সংবাদ ব্রিফিং।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্যই সমান। এই সংকটে সরকারি বিধি মেনে ও সতর্কতার সাথে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় সংকটের সময়ে, অসহায় ও দরিদ্র মানুষের ত্রাণ যারা চুরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হঁশিয়ারি দেন তিনি।
সন্ত্রাস মোকাবিলা আর জঙ্গী দমনই রেবের মূল কাজ অভিহিত করে, বেনজীর আহমেদ প্রত্যাশা করেন, নতুন মহাপরিচালক লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখেই সামনে অগ্রসর হবেন।