মদ হিসেবে স্প্রিট পান করে সজল ও রাজু নামে দুই যুবকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৯৮৬ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে মদ হিসেবে স্প্রিট পান করে ওহিদুর রহমান সজল ও রাজু হোসেন নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ঈশ্বরদীর স্থানীয় এক হোমিও ওষুধ বিক্রেতার কাছ থেকে স্পিরিট কিনে পান করে তারা। পরে দু’জনই অতিরিক্ত স্প্রিট-পানে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে দু’জনের মৃত্যু হয়। মৃত ওহিদুর রহমান সজল ঈশ্বরদীর সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান বাবলুর ছেলে ও রাজু হোসেন উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর এলাকার মৃত শামীম হোসেনের ছেলে।























