অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের সঙ্গে চুক্তি বাতিল করেছে হ্যাম্পশায়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল হ্যাম্পশায়ার। করোনাভাইরাসের প্রভাবে এবারের মৌসুম নিয়ে শঙ্কা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।
করোনারভাইরাসের কারণে ইংল্যান্ড জুড়ে চলছে লকডাউন। সে হিসেবে সবধরণের টুর্নামেন্টও স্থগিত করেছে দেশটি। এরইমধ্যে বাতিল করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টও। শঙ্কা জেগেছে ইংলিশ কাউন্টি ক্রিকেটের এবারের আসর নিয়েও। আসরের প্রথম পর্বে হ্যাম্পশায়ারের হয়ে খেলার কথা ছিল নাথান লায়নের। এই বছর পর্যন্তই দলটির সঙ্গে চুক্তি ছিল এই অজি স্পিনারের। যেহেতু করোনার প্রভাবে নির্ধারিত সময়ে খেলা হচ্ছেনা, তাই পরবর্তী সময়ে আসর শুরু হলেও খেলতে পারবেন না লায়ন। আর তাই ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে হ্যাম্পশায়ার।




















