করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কেনি ডালগ্লিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লিভারপুলের কিংবদন্তি কোচ ও ফুটবলার স্যার কেনি ডালগ্লিশ। ৬৯ বছর বয়সী সাবেক স্কটিশ তারকার আক্রান্তের খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।
বুধবার সাধারণ ইনফেকশন নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ডালগ্লিশ। তখন পর্যন্ত তার শরীরে কোনো ধরনের করোনার উপসর্গ দেখা দেয়নি। হাসপাতালে ভর্তির হওয়ার পর, করোনাভাইরাস সংক্রমিত কিনা তা জানার জন্য পরীক্ষা করা হয় সাবেক সেল্টিক তারকাকে। আর তাতেই অপ্রত্যাশিতভাবে ফলাফল আসে—পজিটিভ। এমনটাই জানিয়েছে তার পরিবার। ১৯৭৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে ডালগ্লিশ সেল্টিকের জার্সিতে চারবার স্কটিশ লিগ শিরোপা জিতেছেন। অ্যানফিল্ডে খেলোয়াড় ও কোচ হিসেবে আটবার লিগ চ্যাম্পিয়নশিপ এবং তিনবার ইউরোপীয়ান কাপ জিতেছেন কেনি ডালগ্লিশ।