করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

- আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনার উপসর্গ নিয়ে কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, সাভার, ফরিদপুর, মাদারীপুর ও ভোলায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে । আর সংক্রমণ রোধে আশপাশের এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
কুষ্টিয়ায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়ায় একজন মারা যান। সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, যশোর থেকে আনসার সদস্য জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়ার বাড়ীতে আসেন।অন্যদিকে, দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামে মারা যান আরো একজন। কয়েকদিন ধরে তিনি জ্বর, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
টানা ১০ দিন জ্বর, কাশি ও শ্বাস কষ্টে ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। সকাল ৭টায় শহরের কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মুনা বেগম মারা যান।
লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গে হারুন মাঝি নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নে নিজ বাড়ীতে মারা যান তিনি ।পরে উপজলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের বাড়ীসহ ৪টি বাড়ী লকডাউন করা হয়েছে।
এদিকে, ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় জ্বর, কাশি, শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা নমুনা সংগ্রহ করেছেন। একই সাথে তার পরিবারে অন্য আরও ৩জনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।