প্রায় ক্রেতাশূন্য রাজধানীর কাঁচাবাজার

- আপডেট সময় : ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনার প্রভাবে প্রায় ক্রেতাশূন্য রাজধানীর কাঁচাবাজার। পর্যাপ্ত মজুদ থাকায় বেশিরভাগ পণ্যের দাম হাতের নাগালে। সহনীয় পর্যায়ে মাছ-মাংস ও ডিমের দাম। কাঁচা শাকসব্জির দাম স্বাভাবিক থাকলেও রোজা সামনে বলে কিছুটা উত্তাপ নিত্যপণ্যের দামে। পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের বাজারেও নেই বিশেষ কোন প্রভাব।
করোনাভাইরাস আতঙ্কে, রাজধানীর কাঁচাবাজারগুলো এখন বলতে গেলে ফাঁকা। ক্রেতা সমাগম খুবই কম । জরুরি প্রয়োজন না হলে, বাজারে আসছে নগরবাসী।
এমন পরিস্থিতিতে কয়েকদিন ধরেই কমেছে কাঁচা সবজির দাম। বেগুন, বরবটি, করলা, পটল, শিম, শসা, টমেটোসহ বিভিন্ন সব্জি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই।
সহনীয় পর্যায়ে রয়েছে সবধরণের মাছের দামও। আর পহেলা বৈশাখ বর্ষবরণকে সামনে রেখে ইলিশের দাম চড়া হওয়ার কথা। কিন্তু আনুষ্ঠানিকতা বাতিলের কারণে, সেখানেও কোন প্রভাব পড়েনি। ইলিশ বিক্রি হচ্ছে আগের দামেই।
রোজা সামনে রেখে চাল,ডাল-তেল-আদাসহ নিত্যপণ্যের বাজারদর এখন কিছুটা বেড়েছে।আর সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে মুরগী এবং গরু-খাসীর মাংস।