চট্টগ্রাম, ময়মনসিংহ ও জামালপুরে করোনায় আক্রান্ত আরো ৬ জন

- আপডেট সময় : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, ময়মনসিংহ ও জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৬ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজন নারী। চট্টগ্রামের ৩ জনের বাড়ি সীতাকুণ্ড, হালিশহর ও ফৌজদারহাটে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো তিনজনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গতরাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, বিআইপিআইপি হাসপাতালে ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাদের একজন পেশাগত কাজে নারায়ণগঞ্জে ছিলেন। লকডাউনের পর চট্টগ্রাম ফেরেন। পরে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকদের স্মরণাপন্ন হলে নমুনা পরীক্ষার তাকে শনাক্ত করা হয়। সংস্পর্শে আসায় তার ছেলেও করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া বেশ ক’দিন ধরে জ্বর-কাশিতে অসুস্থ আরেক মহিলার নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তদের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের বাড়ি ও আশপাশের কয়েকটি ভবন লকডাউন করেছে জেলা প্রশাসন।
ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কনস্টেবল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় পুরো এপিবিএন এলাকাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আক্রান্ত কনস্টেবলকে ময়মনসিংহের সূর্যকান্ত হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ওই পুলিশ সদস্যের করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। সে মার্চের শেষদিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন- এসপিবিএন থেকে বদলি হয়ে ময়মনসিংহ এপিবিএনে যোগদান করে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বুধবার সন্ধ্যায় সংগৃহীত নমুনার রিপোর্ট পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। এনিয়ে জামালপুরে ২ জন করোনা রোগী সশনাক্ত হলো। তাদের দু’জনকেই শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সিভিল সার্জন জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করে। এর আগে রোববার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে ঢাকা-ফেরত এক যুবকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।