দেশে করোনায় চব্বিশ ঘণ্টায় মৃত্যু ১, নতুন শনাক্ত ১১২ জন

- আপডেট সময় : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজন মারা গেছে। তবে একদিনের ব্যবধানে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। আগের দিন ৫৪ জন হলেও, গত ২৪ ঘণ্টায় নতুন ১১২ জনকে শনাক্ত করা হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যোগ দিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৬২ জনই ঢাকার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে, দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী । জানান একদিনেই নতুন রোগীর সংখা দ্বিগুণ বেড়েছে।
আক্রান্তের সংখ্যা বাড়লেও কেন মৃতের সংখ্য কম, সে ব্যাখ্যা দিতে গিয়ে জাহিদ মালেক বলেন, এখন পরীক্ষা হচ্ছে সারাদেশে। আর বেড়েছে চিকিৎসাসহ সার্বিক সক্ষমতা।
আইইডিসিআর পরিচালক জানান, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৭০ জন ও মহিলা ৪২ জন। এবং অধিকাংশই ঢাকার বাসিন্দা।
একদিনের ব্যবধানে রোগীর সংখ্যা বাড়লেও সুস্থ হবার কোন তথ্য নেই ২৪ ঘন্টায় বলেও জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে যোগ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল কালাম আযাদ জানান,করোনা চিকিৎসায় দেশের ৬৯ টি বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রস্তুত আছে । তাই কাউকে আতংকিত না হবার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা, সানিয়া তাহমিনা।