করোনা ক্রান্তিকালে অসহায় ও দুস্থদের পাশে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে প্রভাবে অসহায় ও দুস্থদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে ৩৫ লাখ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে ২৪ লাখ রুপি দান করলেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
অর্থদানের বিষয়টি সংবাদ মাধ্যমে জানাননি গাভাস্কার। এক টুইট বার্তায় অর্থদানের বিষয়টি প্রকাশ করেছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক অমল মজুমদার। তবে, গাভাস্কারের দানের ব্যাপারটির নিশ্চিত হলেও, অর্থটা ৫৯ লাখ রুপি হওয়ায় প্রশ্ন ছিলো অনেকের মনে। যার ব্যাখ্যা দিয়েছেন গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার। টুইট বার্তায় রোহান জানান, ক্রিকেট ক্যারিয়ারে ৫৯ সেঞ্চুরির জন্যই ৫৯ লাখ রুপি দান করেছেন গাভাস্কার। ভারতের হয়ে ৩৫ সেঞ্চুরি আর মুম্বাইয়ের হয়ে ২৪ সেঞ্চুরির জন্য আলাদাভাবে ৩৫ ও ২৪ লাখ রুপি দার করেন সুনিল গাভাস্কার।