করোনার কারণে সৃষ্ট দুর্যোগে কেউ না খেয়ে থাকবে না

- আপডেট সময় : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনার কারণে সৃষ্ট দুর্যোগে কেউ না খেয়ে থাকবে না বলে ঘোষণা দিয়েছেন সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। সকালে বর্ধিত ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানকালে তিনি একথা বলেন।
ফরিদপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে, ১৫ হাজার পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা হিসেবে চাল, আটা, ডাল, আলু, তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেয়া হয়। কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন. ২৭টি ওয়ার্ডে ২৭টি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যেখান থেকে জাতীয় পরিচয়পত্রধারী যে কেউ যে কোন সময় খাদ্য সহায়তা নিতে পারবেন। দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে। শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম প্রমূখ বক্তব্য রাখেন।