মেহেরপুরে লকডাউন ও সামাজিক দূরত্ব উপেক্ষা করেই ওএমএসের চাল ক্রয়-বিক্রয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত ১০ টাকা কেজির চাল কিনতে মেহেরপুরে লকডাউন ও সামাজিক দূরত্ব উপেক্ষা করেই ওএমএসের চাল ক্রয়-বিক্রয় চলছে। মাঝে-মধ্যেই ঘটছে মারামারির ঘটন
সকাল থেকেই মেহেরপুরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিক্রয় কেন্দ্রগুলোতে হুমড়ি খেয়ে পড়ে। পুলিশ প্রশাসনসহ কর্তৃপক্ষ তা সামাল দিতে হিমশিম খাচ্ছে। পারছে না সামাজিক দূরত্বও নিশ্চিত করতে। দরিদ্রদের অনেকে অভিযোগ করেন, তারা কাকডাকা ভোরে এসে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু চাল দেয়া শুরু হয় বেলা ১০টা থেকে। পুলিশ বলছে, অনেক মানুষ একসাথে চাল নিতে আসার কারণে প্রচুর ভিড় হয়েছে। তারপরেও চেষ্টা করা হচ্ছে সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখার।
এদিকে, করোনার কারণে দুর্ভোগে থাকা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঝিনাইদহে সরকারের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। ১ দিন বন্ধ থাকার পর সকাল থেকে শহরের পৌর এলাকার ১০টি স্থানে এই চাল বিক্রি চলছে।