চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পণ্য সরবরাহ কম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় চিকিৎসা পণ্য সরবরাহ কম বলে জানিয়েছে রাজধানীর ওষুধ বিক্রেতারা। প্রচলিত জীবানুনাশক তরল ওষুধের সরবরাহ ঘাটতি থাকায় বিকল্প হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক, গ্লাভস কিনছে আতঙ্কিত গ্রাহকরা।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশে উৎপাদিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি বেড়ে গেছে। ওষুধ ব্যবসায়ীরা জানান, গ্রাহকদের চাহিদা মেটাতে না পেরে অস্বস্তিতে আছেন তারা।
সাধারণ ছুটি ঘোষণার পর রাজধানীতে ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। জরুরি প্রয়োজনে কেউ কেউ বের হলেও স্বাস্থ্যবিধি মেনে চলছে বলে জানান তারা। জীবাণুনাশক ওষুধ ও দরকারি পণ্য কিনতেই দোকানে যান।
গত ডিসেম্বরে চিনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রক্ষাসহ নানা বিধি-নিষেধ মেনে মানুষ এখন অপেক্ষা করছে শংকামুক্ত আগামীর।