মাগুরায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৬৩১ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে লকডাউনে নিজ বাড়িতে একা হয়ে পড়ে মারা যাওয়া নাদের শেখ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের গলিত মরদেহ সকালে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের নাদের শেখ অতি দরিদ্র শ্রেণীর মানুষ। তার একমাত্র ছেলে ঢাকায় থাকেন। স্ত্রীও বাবার বাড়ি শৈলকুপায় রয়েছেন। লকডাউনের কারণে তারা কেউ বাড়ি আসতে পারেনি। ফাঁকা বাড়িতে গত ১০ দিন ধরে তিনি একাই ছিলেন। সকালে বন্ধ ঘর থেকে গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ বের করে দাফনের উদ্যোগ নেয়।





















