ঝিনাইদহে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। করোনার সন্দেহ থাকায় মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও তার বাড়ীসহ ওই বাড়ী যাওয়ার পুরো রাস্তাটি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, কোটচাঁদপুর শহরের গার্লস স্কুল সড়কে বাস করা অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য ডায়াবেটিস ও শ্বাসকষ্টের রোগী ছিলেন। দু’সপ্তাহ আগে তিনি ফরিদপুরে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। সেখান থেকে এসেই অসুস্থ হয়ে পড়েন। ক’দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। সেই সাথে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শুক্রবার রাতে তার প্রতিবেশীদের কাছে অসুস্থতার সংবাদ পেয়ে স্বাস্থ্যকর্মীরা রাতেই তার বাড়ীতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তিনি বাড়িতে থেকেই চিকিৎসার কথা বলেন। এ অবস্থায় আজ ভোররাতে তার মৃত্যু হয়।