জেলা ও উপজেলায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত
- আপডেট সময় : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে জেলা ও উপজেলায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। শহরের অলিগলিসহ গুরুত্বপূর্ণ এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণসহ নানা উদ্যোগ নিয়েছে তারা। এছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করায় বিভিন্ন এলাকায় বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ময়মনসিংহে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে জনসচেতনতায় কাজ করছে সেনাবাহিনী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সামজিক দুরত্ব নিশ্চিত করতে যশোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা টহল অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে তারা ।
গাইবান্ধা শহরের সড়কগুলোতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে ঝিনাইদহে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
মাগুরায় অর্ধশত মোটরসাইকেল চালককে জরিমানা করেছে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ দল।
মানিকগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রাখতে মাঠে তৎপর সেনাবাহিনী ও পুলিশ।
নড়াইলের বিভিন্ন জায়গায় পুলিশ ও সেনা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
সাতক্ষীরায় ৪২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


























