মেহেরপুর ও ফেনীতে সর্দি-জ্বর, পেটে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন দুই জন

- আপডেট সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মেহেরপুর ও ফেনীতে সর্দি-জ্বর, পেটে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন দুই জন।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউপির কোলা গ্রামের বাবুপাড়ার খোকনের জামাতা নাজমুল হকের মৃত্যুর পর বাড়িটি লকডাউন করা হয়েছে। তার শাশুড়ী জানান, গত ১০ দিন ধরে নাজমুল হক তাদের বাড়িতে অবস্থান করছিলো। এ সময়ে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা অলোক কুমার দাস জানান, লিভার সমস্যার কারনে বৃহস্পতিবার সকাল ৭টায় কুষ্টিয়ায় নেয়া হলে রাত ৮টায় তিনি মারা যান।
ফেনী সদরের ছনুয়া ইউনিয়নে জ্বর, পেটে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে মোঃ রিপন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্বজনরা জানায়, ওই যুবক ৮ দিন ধরে জ্বরে ভুগছিলো। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ওষুধ দিয়ে চিকিৎসক তাকে বাড়ী পাঠিয়ে দেয়৷ বুধবার বিকেলে তার মৃত্যু হয়।