ইতালির পর করোনার থাবায় লণ্ডভণ্ড স্পেন

- আপডেট সময় : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ইতালির পর করোনার থাবায় লণ্ডভণ্ড ইউরোপের আরেক দেশ স্পেন। আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৬৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।একদিনে এই রেকর্ড সংখ্যক নাগরিকের মৃত্যুর মধ্যদিয়ে স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
করোনায় প্রাণহানি ও অসুস্থদের হিসেব রাখা আন্তর্জাতিক সংস্থা ওর্য়াল্ডওমিটারের দেয়া পরিসংখ্যানে স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৩ জন। সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৭৪৩ জন।
ভাইরাসটি প্রতিরোধে ইতিমধ্যে দেশটি লকডাউন করা হয়েছে। লকডাউন ভেঙে রাস্তায় বের হলে ধরপাকড়ের শিকার হচ্ছেন নাগরিকরা। জরিমানাও গুণতে হচ্ছে অনেককে। রাজধানী মাদ্রিদের রাস্তা এখন জনশূন্য। রেস্তোরাঁ, দোকান, শপিংমল সবই বন্ধ রয়েছে। ফুটবলের শহর কাতালানে নেই কোনো বলে পা ছোঁয়ার শব্দ। স্টেডিয়ামগুলো খাঁ খাঁ করছে।এদিকে, করোনাভাইরাস বিপর্যয়ে ইতালিতে লকডাউনের সময়সীমা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জনগণের নিরাপত্তার স্বার্থে ৩ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১০ দিন এ সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন।