ময়মনসিংহে করোনাভাইরাস শনাক্তের পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে করোনাভাইরাস শনাক্তের পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে।
পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু করা হয়। এ পর্যন্ত বিভাগের চিকিৎসকদের হাতে ৪ জনের নমুনা এসে পৌঁছেছে। মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. সালমা আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহের এসকে হাসপাতাল থেকে তিন জনের এবং টাঙ্গাইলের মধুপুর থেকে আরও একজনের নমুনা তারা পেয়েছেন। তিন ঘণ্টা পরই পরীক্ষার ফলাফল জানা যাবে বলে জানান তিনি। নমুনা পরীক্ষা শেষে ফলাফল ঢাকায় আইইডিসিআর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।