গাজীপুরের মেয়র এক লাখ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন

- আপডেট সময় : ০৪:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরেশনের এক লাখ দুঃস্থ পরিবারের মাঝে পর্যায়ক্রমে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারনে গরীব দুখী মানুষের খাদ্য সংকট এড়াতে সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। করোনা মোকাবিলায় গাজীপুর সিটি কর্পোরেশনে গৃহীত পদক্ষেপের বিষয়ে এসএটিভিকে এসব জানান মেয়র জাহাঙ্গীর আলম।
রাজধানীর পার্শ্ববর্তী শিল্পনগরী গাজীপুর সিটি কর্পোরেশন। এখানে জনসংখ্যার বড় অংশই নিম্ন আয়ের, যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে।
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে অঘোষিত লকডাউনসহ সরকারের নেয়া নানা পদক্ষেপে নিম্ন আয়ের মানুষের খাদ্য সংকটের পাশাপাশি চরম সংকট দেখা দিয়েছে সুরক্ষা উপকরনের। গাজীপুরে বর্তমান পরিস্থতিতে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান সিটি মেয়র।
বৈর্শ্বিক এই সংকট মোকাবিলায় মানবিক দৃষ্টিতে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিল্প মালিকসহ বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।
সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় লোকবল ও উপকরন সংকটের কথা জানান মেয়র জাহাঙ্গীর আলম।