রাঙামাটিতে করোনা সংক্রমন ঠেকাতে একযোগে কাজ করছে প্রশাসন

- আপডেট সময় : ০৪:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে রাঙামাটিতে একযোগে কাজ করছে জেলা প্রশাসন, সেনা বাহিনী, পুলিশ ও পৌরসভা। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রন ও জন সচেতনতা সৃষ্টির লক্ষে নেয়া হয়েছে নানা উদ্যোগ। প্রশাসনের নানামূখি তৎপরতায় করোনা নিয়ে সচেনত হয়ে উঠেছে মানুষ। বাজার ঘাট ও গণপরিবহন বন্ধ থাকায় রাঙামাটিবাসী এখন ঘরবন্দি। চলছে অঘোষিত লকডাউন।
করোনা ভাইরাসের সংক্রমন প্রকট আকার ধারন করতে পারে এমন আশঙ্কায় সরকার ২৬ মার্চ থেকে সারাদেশে গণপরিবহণ বন্ধ করেছে। সারাদেশের ন্যায় জেলা প্রশাসনকে সহযোগিতা করতে রাঙামটিতে মাঠে নেমেছে সেনা বাহিনী। বন্ধ করে দেয়া হয় সাধারণ দোকান পাট ও বিপনী বিতান। জনসাধারণের চলাচলেও কঠোর প্রশাসন। এতে পুরো রাঙামাটি জেলায় নেমে আসে এক ধরনের নীরবতা।
অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হলেও করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলছে সাধারণ মানুষ। নিজ নিজ অবস্থান থেকে সচেতন তারা। তবে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ।
করোনা প্রতিরোধে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে নিয়েছে নানা কর্মসূচি। পৌরসভা কর্তৃপক্ষ বাড়িয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এলাকায় এলাকায় গড়ে তোলা হয়েছে করোনা প্রতিরোধ ব্যবস্থা।
প্রয়োজন ছাড়া মানুষ যাতে ঘর থেকে বের না হয়, সে লক্ষে রাঙামাটি শহরে ১৭টি স্থানে পাহাড়া বসিয়েছে পুলিশ। এছাড়া হোম কোয়ারেন্টাইন মেনে চলতে ঘরে ঘরে গিয়ে তদারকি করছে সেনা বহিনী। আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে নিয়মিত অভিযানে নামছে প্রশাসন।
সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধমে রাঙমাটি জেলায় করোনা প্রতিরোধ করার আশা ব্যক্ত করেন সকলে।