বগুড়া ও ফেনীতে জ্বর, শ্বাসকষ্ট, পেটে ব্যথায় ২ জনের মৃত্যু

- আপডেট সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বগুড়া ও ফেনীতে জ্বর, শ্বাসকষ্ট, পেটে ব্যথাসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা সিয়াম নামে ১৩ বছর বয়সী এক কিশোর গতরাতে মারা গেছে। মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সপ্তাহ খানেক ধরে ছেলেটি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো। বুধবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা দুপুরে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। রাতেই সে মারা যায়। তার শরীরের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
………
ফেনীতে জ্বর, পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ রিপন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, মারা যাওয়া যুবক টানা ৮ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলো। অসুস্থ অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডাক্তাররা তাকে ভর্তি না করে কিছু প্রাথমিক ওষুধ দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। একপর্যায় বুধবার বিকেলে যুবকটি মৃত্যুবরণ করে। এঘটনায় নানা গুঞ্জন চলছে এলাকাজুড়ে।