পেপে দিউফ আর নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই’র সাবেক প্রেসিডেন্ট পেপে দিউফ আর নেই। করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি। গেলো মঙ্গলবার সকালে দিউফ করোনা ভাইরাসে আক্রান্ত হয় বলে জানিয়েছিল মার্শেই। ওইদিনই তাকে সেনেগালের রাজধানী ডাকারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সাবেক ক্রীড়া সাংবাদিক ও খেলোয়াড়দের প্রতিনিধি দিউফ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্শেই’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদে ফরাসি লিগ ওয়ানে দুইবার রানার্স-আপ হয়েছিলো মার্শেই। এছাড়া দিউফের অধীনে দু’বার ফ্রেঞ্চ কাপের ফাইনালেও খেলেছিলো অলিম্পিক মার্শেই।