গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু

- আপডেট সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। মোট মৃত্যু হলো ৬ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জন। দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিচালক হাবীবুর রহমান।
করোনাভাইরাসের সবশেষ আপডেট নিয়ে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে আসেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান -আইইডিসিআর। শুরুতেই ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো িএকজনের মৃত্যু ও তিনজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনেকে মানছেন না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। এছাড়া করোনার জন্য আরও হাসপাতাল তৈরি করা হচ্ছে। বিভিন্ন মেডিক্যাল কলেজে টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। করোনার উপসর্গ নি,য়ে দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া ব্যক্তিদের কারো শরীরেই পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন আইইডিসির পরিচালক।