ময়মনসিংহে পৌঁছেছে করোনা শনাক্তের কিট,পিসিআর ও ল্যাব স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের কিট। পিসিআর ল্যাব স্থাপনের জন্য কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠিয়েছে আইইডিসিআর। সেখানে এখন ল্যাব তৈরির কাজ চলছে।
স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই করোনাভাইরাস শনাক্তের কাজ শুরু হবে। ইতিমধ্যে কিট, পিপিইসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, আইইডিসিআর থেকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম ও ল্যাবের পরীক্ষা কাজে নিয়োজিত চিকিৎসক এবং টেকনিশিয়ানদের সুরক্ষায় পিপিই পাঠানো হয়েছে। ল্যাব স্থাপনের জন্য ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছেন।