দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

- আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪ জন। তবে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশ এখনো ঝুঁকিমুক্ত নয়। তাই সবাইকে ঘরে অবস্থান করার আহ্বানা জানান তিনি। দুপুরে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের- আইইডিসিআর পরিচালক করোনার সবশেষ পরিস্থিতি জানাতে অনলাইন ব্রিফিং এ আসেন। বলেন, নতুন করে আরো একজন নারীর করোনায় আক্রান্ত হবার তথ্য। তিনি বলেন, দু’দিন দেশে কেউ আক্রান্ত না হওয়ায় অনেকে মনে করেছেন, বাংলাদেশ ঝুঁকিমুক্ত। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। এসময় ঘরে অবস্থানের আহ্বান জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। অন লাইন ব্রিফিংয়ে যোগ দিয়ে, স্বাস্থমন্ত্রী ডা: জাহিদ মালেক জানান, দেশে পর্যাপ্ত কীট ও করোনা মোকাবেলায় আইসিইউ প্রস্তুত আছে, তাই কারো ঘাবড়ানোর কারন নেই।