গেল ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরো সহস্রাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে

- আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরো সহস্রাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। বর্তমানে সারাদেশে হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ।
ময়মনসিংহে গেলো ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরো ২১৬ জনসহ মোট ১ হাজার ২৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৩৭ জন।
মেহেরপুরে বিদেশ ফেরত প্রবাসীদের খোঁজে বাড়ি বাড়ি যাচ্ছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়াও ১৩১জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আরো ২ জন বেড়ে ২২১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদিকে, হোম কোয়ারেন্টাইন শেষ করে বাড়ী ফিরেছে ২২জন। ৪ জন রোগীকে বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
জামালপুরে এ পর্যন্ত ৭ উপজেলায় বিদেশ ফেরত ৬৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ায় ৫৩০ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এক মহিলা রোগীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ৮৮২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
নেত্রকোণায় আরো ১৪ জন বিদেশ ফেরতকে হোমকোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ২৮১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। এ নিয়ে, মোট ২ হাজার ৫৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে ২৪৫ জনকে।
চাঁদপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বিদেশ ফেরত ১১৪ জন। ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে।
গত ৪ দিনে নতুন করে কোনো প্রবাসী আসেনি।
ঝালকাঠিতে এ পর্যন্ত ৬৯ জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ৭ মাসের শিশুর সংগৃহীত নমুনায় করোনার কোন সক্রামক পায়নি আইইডিসিআর।
মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় আরও ৭ জনসহ মোট ৩০৪ জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পার হওয়ায় ৬৭ জন প্রবাসীকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।