করোনা আতঙ্কে রাজধানী ঢাকা এখন ফাঁকা, নিরব, নিস্তব্ধ

- আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনার কারণে টানা ছুটির চতুর্থ দিনেও রাজধানী ঢাকা নীরব, নিস্তব্ধ। যান ও জনশুন্য রাস্তায় বিচরণ করছে পাখি। আবার সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও, জীবিকার টানে বাধ্য হয়েই ঘরের বাইরে বেরিয়েছেন অনেকে।
করোনা আতঙ্কে রাজধানী ঢাকা এখন ফাঁকাঁ, নিরব, নিস্তব্ধ। কোলাহল মুখর ঢাকায় বিরাজ করছে সুনসান নীরবতা।
গাছে গাছে পাখিদের কোলাহল। পিচঢালা রাস্তায়ও নেমে আহার খুঁজছে পাখিরা। এমন দৃশ্যই বলে দিচ্ছে, পুরো শহরই এখন যেন প্রকৃতির নিয়ন্ত্রণে। এমন পরিবেশ আগে কখোনো দেখেনি রাজধানীবাসী। তাই সব সময় স্বাস্থ্যবিধি মেনে চললে প্রকৃতি ও জীবন দুটোই টিকে থাকবে বলে মনে করেন তারা।
এমন জনশূন্য হওয়ায় বিপাকে দিনমজুর ও নিন্ম আয়ের মানুষ। সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় তৎপর থাকলেও জীবিকার টানে বাধ্য হয়েই অনেকে বের হয়েছেন ঘর থেকে।
দেশের মানুষ করোনা থেকে রক্ষা পাক এমন প্রত্যাশায় স্বল্প সময়ের সমস্যা মেনে নিতে প্রস্তুত নগরবাসী।